odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

পাটের ন্যায্যমূল্য নিশ্চিতে ঢাকার প্রস্তাব

odhikar patra | প্রকাশিত: ২৪ November ২০১৯ ০৪:০৭

odhikar patra
প্রকাশিত: ২৪ November ২০১৯ ০৪:০৭

বাংলাদেশের প্রস্তাবনা সর্ব সম্মতিক্রমে জাতিসংঘে গৃহীত হয়েছে পাটের বৈশ্বিক চাহিদা বৃদ্ধি ও ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য। তিন মাস দর কষাকষির পর জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে প্রস্তাবনাটির পক্ষে আনতে সক্ষম হয় বাংলাদেশ। সেপ্টেম্বর মাসে বাংলাদেশ প্রস্তবনাটি জাতিসংঘে উত্থাপন করে।  আর এটি বৃহস্পতিবার পাস হয়। আয়ারল্যান্ড, মিসর, ইন্দোনেশিয়া, ভারত, চীন, রাশিয়া, কানাডা, সিঙ্গাপুর, তুরস্ক, নাইজেরিয়াসহ ৬৮টি দেশ প্রস্তাবনাটি সমর্থন করে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম প্রস্তবনা, যেখানে অর্থনৈতিক ও পরিবেশগতভাবে টেকসই এবং সামাজিকভাবে লাভজনক কৃষি পণ্য পাট ও অন্যান্য প্রাকৃতিক তন্তুর চ্যালেঞ্জ ও সম্ভাব্যতা তুলে ধরা হয়েছে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, প্রস্তাবনাটি পাট ও অন্যান্য প্রাকৃতিক তন্তুজাত পণ্যের জন্য একটি শক্তিশালী, কার্যকর ও সুনিপুণ ‘গ্লোবাল ভ্যালু চেইন’ এর পথ সুগম করলো। এর ফলে বৈশ্বিকবাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের পাট চাষি ও পাট ব্যবসায়ীদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: