odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

সিরাজদিখানে ১০টাকা কেজির চাউল বিতরণ।

ahsanul islam | প্রকাশিত: ২০ October ২০২০ ২০:২০

ahsanul islam
প্রকাশিত: ২০ October ২০২০ ২০:২০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ  

"শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ" এই শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজিতে চাউল বিতরণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজারে মেসার্স আনোয়ার ট্রেডার্স থেকে এই চাল বিতরণ করা হয়। এসময় প্রতিটি কার্ড ধারিকে ৩০কেজি করে চাল দেওয়া হয়।  

উল্লেখ্য জেলার সিরাজদিখান উপজেলায় ২৮ জন ডিলারের মাধ্যমে ৯ হাজার ১৬ টি পরিবারের মাঝে প্রতি মাসে প্রায় ২ শত ৭১ মে. টন চাউল বিতরণ করা হয়। প্রত্যেক ডিলার ৩২২টি করে পরিবারকে চাউল দিয়ে থাকে, প্রতি পরিবার মাসে একবার ৩০ কেজি করে চাউল পাচ্ছেন। এসময়ে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক কাজী নজরুল ইসলাম পিন্টু,মালখানর ইউনিয়ন আওয়ামীলী সভাপতি আনিসুর রহমান মৃধা,সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান,ইউনিয়ন পরিষদের সচিব আমিনুর রহমান,ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আহসানুল ইসলাম আমিন,ইউ,পি সদস্য কুরবান মৃধা প্রমুখ। মের্সাস আনোয়ার ট্রেডার্সের স্বত্তাধিকারি আনোয়ার হোসেন বলেন, আমারা ইউনিয়নের ৩২২ জন হত-দরিদ্র কার্ড ধারীর মাঝে চাউল বিতরণ করব। এসময় তিনি আরো জানান প্রধানমন্ত্রীর দেয়া চাউল সঠিক ভাবে দিতে পেরে আমরা খুশি। সুবিধাভোগি অনেকে জানান, প্রধানমন্ত্রী চাউল দেওয়ায় আমরা অনেক খুশি এই চাউল না পেলে আমাদের না খেয়ে মরতে হতো। এই করোনা কলে চাউল পাওয়ায় অমাদের অনেক উপকার হয়েছে। আমরা এখান থেকে ঠিকমতই প্রতি মাসে চাউল পাচ্ছি।  



আপনার মূল্যবান মতামত দিন: