odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

সম্পাদক প্রকাশক সৈয়দ এনামুল হকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ October ২০২০ ০২:৪৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ October ২০২০ ০২:৪৭

সম্পাদক প্রকাশক সৈয়দ এনামুল হকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২০:

বাংলাদেশ সংবাদপত্র পরিষদের মহাসচিব ও ঢাকা থেকে প্রকাশিত প্রথম শ্রেণির পত্রিকা দৈনিক সকালবেলা’র সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হকের ইন্তেকালে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৪ বছর বয়সে তার ইন্তেকালের সংবাদে তথ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, আজীবন দেশের গণমাধ্যমে অবদান রেখে চলা সৈয়দ এনামুল হক ছিলেন সততা, নিষ্ঠা ও একাগ্রতার প্রতীক।
সাংবাদিকতার সাথে বাংলাদেশ বেতারের দীর্ঘ তিন দশকের ইংরেজি সংবাদ উপস্থাপক হিসেবেও তার অবদানের কথা স্মরণ করেন ড. হাছান মাহমুদ।

সৈয়দ এনামুল হক দীর্ঘদিন যাবত কিডনিজনিত রোগে ভুগছিলেন। তিনি শিক্ষয়িত্রী স্ত্রী ও দুই মেয়েসহ অনেক আত্নীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

-মীর আকরাম, পরিচালক-জনসংযোগ
nijhum77@yahoo.com



আপনার মূল্যবান মতামত দিন: