ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫
.

হলি আর্টিজান হামলার‘অন্যতম পরিকল্পনাকারী’ রাশেদ গ্রেফতার

shahidul Islam | প্রকাশিত: ২৮ July ২০১৭ ১০:০৮

shahidul Islam
প্রকাশিত: ২৮ July ২০১৭ ১০:০৮

অধিকারপত্র প্রদতবেদক : ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার আরেক ‘পরিকল্পনাকারী’ ও নব্য জেএমবির সদস্য আসলাম হোসেন ওরফে রাশেদকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া জেলা পুলিশের একটি দল শুক্রবার ভোরে নাটোর থেকে তাকে গ্রেফতার করে।

বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান জানান, নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড থেকে রাশেদকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।

হলি আর্টিজানে হামলার মূল পরিকল্পনাকারীসহ বিভিন্ন সময় নব্য জেএমবির ২১ জন জড়িত থাকার খবর জানিয়েছেন তদন্তকারীরা। এদের মধ্যে ১৫ জন গত এক বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে নিহত হয়। আর তিনজন কারাগারে রয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩০ জুন সন্ধ্যায় কয়েক জন জঙ্গি হলি আর্টিজান বেকারিতে ঢুকে জিম্মি করে। পরে সেখানে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি দেখতে গেলে জঙ্গিদের হামলায় ওসি সালাউদ্দিন ও এসি রবিউল নিহত হন। এ ঘটনায় ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জন নিহত হন। ১ জুলাই সকালে ‘অপারেশন থান্ডার বোল্ট’ নামে প্যারা কমান্ডো বাহিনীর অভিযানে ৫ জঙ্গি নিহত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: