ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
.

পদত্যাগ করলেন নওয়াজ শরিফ

shahidul Islam | প্রকাশিত: ২৯ জুলাই ২০১৭ ০০:৩৮

shahidul Islam
প্রকাশিত: ২৯ জুলাই ২০১৭ ০০:৩৮

ধিকারপত্র ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পদত্যাগ করেছেন।
শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত তাকে সরকারি কোনো দফতর পরিচালনার জন্য অযোগ্য ঘোষণা করার ঘণ্টাখানেকের মধ্যেই তিনি পদত্যাগ করেন। খবর বিবিসির
নওয়াজ শরিফের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, 'পাকিস্তানের সর্বোচ্চ আদালত রায় ঘোষণার পর নওয়াজ শরিফ প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।'
এর আগে শুক্রবার সকালে দুর্নীতির মামলার রায়ে নওয়াজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্ট। শরিফের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আয়ের সঙ্গে সম্পদের অসঙ্গতি থাকার অভিযোগ কেন্দ্র করে এ রায় দেয় দেশটির সর্বোচ্চ আদালত।

নওয়াজ শরিফের মেয়ে মারিয়াম শরিফের বিরুদ্ধেও দুর্নীতির মামলা করতে বলেছেন আদালত- গেটি ইমেজেস
আদালতের এই রায়ের ফলে তৃতীয় মেয়াদে পাকিস্তানের সরকারপ্রধানের দায়িত্বে থাকা এই রাজনীতিবিদকে সরে দাঁড়াতে হলো।

মামলার রায়কে ঘিরে এদিন ইসলামাবাদের আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক পুলিশ এবং আধা-সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

কিছুদিন আগে এক বিশেষ তদন্তে উঠে আসে, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা তাদের অর্থনৈতিক সম্পদের হিসেব দিতে ব্যর্থ হয়েছেন। ২০১৫ সালে পানামা পেপার্স ফাঁসের পর জানা যায়, শরিফের সন্তানেরা বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছে।

আদালতের রায়ের বিরুদ্ধে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) কর্মী-সমর্থকদের বিক্ষোভ- এএফপি শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় ঘোষণা করেন। সুপ্রিম কোর্টের বিচারপতি এজাজ আহমেদ খান বলেন, নওয়াজ শরিফ এখন আর 'একজন সৎ সংসদ সদস্য হিসেবে কাজ করার যোগ্য নন।'

নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণার পাশপাশি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলার করতে বলেছেন আদালত। একই সঙ্গে তার মেয়ে মরিয়ম ও জামাতা সফদর এবং দেশটির অর্থমন্ত্রী ইশরাক দারসহ আরও কয়েকজনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে মামলা করতে বলেছেন আদালত।

এদিকে রায় ঘোষণার পরপরই বিরোধী দলের সমর্থকরা উল্লাসে ফেটে পরে। বিভিন্ন খবরে জানা যায়, তারা রাস্তায় স্লোগান দিয়ে আনন্দ করে এবং মিষ্টি বিতরণ করে।

নওয়াজ শরিফের পদত্যাগে উল্লসিত বিরোধী তেহরিক-ই-ইনসাফ দলের কর্মী-সমর্থকরা- এএফপি
প্রাক্তন ক্রিকেট তারকা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই)-এর ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি দিনটিকে 'ঐতিহাসিক দিন' বলে বর্ণনা করে বলেন, তদন্তকারীরা 'প্রবল চাপ উপেক্ষা করে ন্যায় বিচারের পক্ষে কাজ করেছেন।'

উল্লেখ্য, পাকিস্তানের ইতিহাসে কোনো বেসামরিক প্রধানমন্ত্রী এখন পর্যন্ত নির্ধারিত পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি।



আপনার মূল্যবান মতামত দিন: