odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 5th December 2025, ৫th December ২০২৫

মেয়র আনিসুলের অবস্থা এখনো সংকটাপন্ন : হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১৭ August ২০১৭ ১৮:৪৭

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১৭ August ২০১৭ ১৮:৪৭

 

 

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শাররীক অবস্থা এখনও সংকটাপন্ন। তিনি লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন বলে বাংলাদেশ হাইকমিশনের এক মুখপাত্র জানিয়েছেন।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের বলেন, তিনি এখনও হাসপাতালে আইসিইউতে আছেন। ডাক্তাররা আনিসুল হকের চিকিৎসার পর্যালোচনা করছেন।

মেয়র আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মেয়রের পারিবারিক সূত্র জানায়, মেয়র আনিসুল হক আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। তবে চিকিৎসকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি।  গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে তিনি লন্ডন যান।



আপনার মূল্যবান মতামত দিন: