ঢাকা | শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

শ্রীনগরে বাজার মনিটরিং মোবাইল কোর্টে অর্থদন্ড প্রদান

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩ ০৩:৪৭

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩ ০৩:৪৭

এমএ কাইয়ুম মাইজভান্ডারী :

মুন্সিগঞ্জের শ্রীনগরে মাহে রমজানে বাজার মনিটরিং মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

আজ রবিবার (৯এপ্রিল) সকালে উপজেলার শ্রীনগর বাজারে বাজার মনিটরিং মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিক। অভিযানে বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা, মেয়াদউত্তীর্ণ পণ্য রাখাসহ অন্যান্য অপরাধে ২টি মামলায় ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং বাজারের বিক্রেতাদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর থানা পুলিশের সদস্য ও বাজার কমিটির নেতৃবৃন্দ। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, উপজেলার অন্যান্য বাজারেও জনস্বার্থে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: