odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

শ্রীনগরে  কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কাটার উদ্বোধন করল জেলা প্রশাসক

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৩ May ২০২৩ ০৩:২৩

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৩ May ২০২৩ ০৩:২৩

এইচ,আই লিংকন:

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড জাতের বোরো ধান ব্যবহারের মাধ্যমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাস্তবায়িত সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনীর ধান কম্বাইন হারভেস্টারের মাধ্যমে কর্তন কার্যক্রম এর উদ্বোধন করলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় এই ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীনগরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে কৃষির  বিভিন্ন বিষয় নিয়ে কৃষকদের সাথে আলোচনা করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহেদ রাসুল। 

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সহকারি কমিশনার ভূমি আবু বক্কর সিদ্দিক, মুন্সিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুল আজিজ, অতিরিক্ত উপরিচালক (উদ্যান) কৃষিবিদ শান্তনা রাণী,  উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, শ্রীনগর কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. মাইনউদ্দিন সাআদ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। 



আপনার মূল্যবান মতামত দিন: