odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 30th October 2025, ৩০th October ২০২৫

সিটি নির্বাচনকে ঘিরে জমজমাট প্রচার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ May ২০২৩ ১৬:৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ May ২০২৩ ১৬:৫৮

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৫ দিনের প্রচার শেষ হচ্ছে আজ মঙ্গলবার মধ্যরাত থেকে। শেষ সময়টুকু কাজে লাগাতে গতকাল সোমবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে নেতাকর্মী, সমর্থক ও আত্মীয়-স্বজনদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

মেয়র প্রার্থী আজমত উল্লা খানের প্রচারে বাড়তি আকর্ষণ ছিল চলচ্চিত্র তারকাদের অংশগ্রহণ। ভোট চেয়ে এলাকা চষে বেড়িয়েছেন সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাও।

স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন গতকাল বিকেলে ধীরাশ্রম, কলেরবাজার, টঙ্গীর শিলমুন, সদর মেট্রো থানার শ্মশান এলাকাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় যোগ দেন। 

জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন কাশিমপুর এলাকার জিরানী বাজার এলাকায় নেতাকর্মীদের নিয়ে প্রচার চালান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আতাউর রহমান নগরীর সদর মেট্রো থানা এলাকা এবং গাজীপুর জজকোর্টসহ বিভিন্ন স্থানে প্রচার চালান। আর স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি নগরীর টঙ্গীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: