ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সড়ক পথে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের প্রথম চালান

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৭

পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান সিরাজগঞ্জের উপর দিয়ে পাবনার রূপপুরে পৌঁছেছে।  

শুক্রবার দুপুর ১টার ২০ মিনিটে ঈশ্বরদী উপজেলার প্রবেশপথ মুলাডুলি এলাকায় পৌঁছায় ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো।

এর আগে কঠোর নিরাপত্তা ব্যস্থার মধ্যদিয়ে সড়ক পথে ঢাকা-টাঙ্গাইল হয়ে সিরাজগঞ্জের মহসড়ক অতিক্রম করে সকাল সাড়ে ৯টায়।

ইউরেনিয়ামের প্রথম চালান সড়ক পথ দিয়ে নিয়ে যাওয়ার জন্য শুক্রবার সকাল থেকেই হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে পরিবহন চলাচল সীমিত করা হয় এবং সকাল ৮টা থেকে সড়কে সম্পূর্ণ পরিবহন চলাচল বন্ধ করে দেয়া হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাশিয়া থেকে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় ইউরেনিয়ামের প্রথম চালান। 



আপনার মূল্যবান মতামত দিন: