
ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন বাস্তবসম্মত নয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পিআর পদ্ধতি কার্যকর হলে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফেরার সুযোগ পেতে পারে। শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজিত ছায়া সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
মান্না আরও বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে যে শঙ্কা রয়েছে তা কাটিয়ে নির্বাচন হবে। তবে আগামী পাঁচ মাসে রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন আসতে পারে। তিনি মনে করেন, ছাত্র সংসদ নির্বাচনের কিছু প্রভাব জাতীয় নির্বাচনে পড়লেও ফলাফল পাল্টে দেওয়ার মতো প্রভাব ফেলবে না। এছাড়া জুলাই সনদ নিয়ে তৈরি ঐকমত্যকে ইতিবাচক উল্লেখ করে ছোট দলগুলোর ঐক্য প্রক্রিয়া সমর্থনের ইঙ্গিত দেন নাগরিক ঐক্যের সভাপতি।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, যদি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করে, তবে ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে উৎসবমুখর নির্বাচন। তিনি মনে করেন, আদর্শহীন রাজনীতি জনগণের আস্থা হারায়।
এছাড়া ছায়া সংসদ প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা জয়ী হয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিনসহ অন্যান্যরা।
আপনার মূল্যবান মতামত দিন: