odhikarpatra@gmail.com ঢাকা | শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

সিঙ্গাপুর থেকে গরিমার হাতে এল ময়নাতদন্তের রিপোর্ট, জ়ুবিন গার্গের মৃত্যুর প্রকৃত কারণ কী?

odhikarpatra | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫ ১৬:৪৮

odhikarpatra
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫ ১৬:৪৮

অধিকার পত্র ডেস্ক 

 প্রখ্যাত অসমিয়া গায়ক জুবিন গার্গ-এর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নতুন তথ্য প্রকাশিত হয়েছে। সিঙ্গাপুর পুলিশ গায়কের স্ত্রী গরিমা শইকীয়া গার্গ-এর সঙ্গে কথা বলে এবং ময়নাতদন্ত রিপোর্ট ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দিয়েছে।

ময়নাতদন্ত রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, গায়ক স্কুবা ডাইভিংয়ের সময় নয়, বরং সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গেছেন। সিঙ্গাপুর পুলিশ গায়কের মৃত্যুর তদন্ত চালিয়ে যাচ্ছে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে। অসম পুলিশও এই ঘটনায় সন্দেহভাজনদের গ্রেফতার করেছে।

সিঙ্গাপুর প্রশাসন অনুরাগীদের সামাজিক মাধ্যমে গায়কের মৃত্যুসংক্রান্ত ছবি বা ভিডিও শেয়ার না করার পরামর্শ দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: