ঢাকা | Tuesday, 14th October 2025, ১৪th October ২০২৫

সমীর ওয়াংখেড়ে আবারও আরিয়ানকে খোঁচা—মাদক মামলা নিয়েই বিতর্ক

odhikarpatra | প্রকাশিত: ৫ October ২০২৫ ১৫:৩৯

odhikarpatra
প্রকাশিত: ৫ October ২০২৫ ১৫:৩৯

২০২১ সালে প্রখ্যাত অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান মাদক সংক্রান্ত একটি মামলা মোকাবিলা করেছিলেন, যেটি তখনই সংবাদ শিরোনামে ছিল। সেই সময় এনসিবি-র তদন্ত অফিসার হিসেবে ছিল সমীর ওয়াংখেড়ে। যদিও আরিয়ান খান’র কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি, সেই মামলাটি নিয়েই বহুবিধ বিতর্ক ও সমালোচনা হয়েছিল।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ “The Bads of Bollywood” এর একটি চরিত্রকে সমীর মনে করেছেন অনেকাংশে নিজেকেই এবং সেই প্রসঙ্গে তিনি মন্তব্য করেছেন, “মাদক না পাওয়া গেলে কেউ নির্দোষ, এমন ধারণাও ঠিক নয়।”
তার কথায়, “কেউ বলির পাঁঠা করা হয়নি” অর্থাৎ, পুরাই প্রক্রিয়া ছিল আইনানুগ।

এর পাশাপাশি, সমীর ‍আরিয়ান ও শাহরুখের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন। তবে দিল্লি হাই কোর্ট সেই মামলাটি খারিজ করে দিয়েছেন।

এই ঘটনা আবারো উঠে এনে দেয় বিনোদন ও রাজনীতির সংযোগ, মিডিয়া ট্রান্সপারেন্সি, ও আইনি মুক্তির সীমা-সীমান্তের প্রশ্ন।



আপনার মূল্যবান মতামত দিন: