কলকাতা, জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান, কলকাতা ছেড়ে বাংলাদেশে ফিরে আসার পর তিনি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তিনি বলেন, অর্থনীতির নিরাপত্তা ও মনের তৃপ্তির কারণে অভিনয় কাজের থেকেও শিক্ষকতা তাঁর কাছে বেশি অর্থবহ হয়ে উঠেছে।
মিথিলা জানান, যদি শুধুই অভিনয় করতেন, উপার্জন হয়তো অনেক বেশি হতো। কিন্তু, “এই কাজটা আমার মনের খোরাক” বললেন তিনি। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন প্রায় ১১ বছর ধরে এবং তার কাজের সুবাদে উন্নয়নমূলক বিভিন্ন কাজে যুক্ত থাকতে হয়েছে। মিথিলা জেনিভা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি পিএইচডি শেষ করেছেন।

আপনার মূল্যবান মতামত দিন: