
সাতক্ষীরা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ওই এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হিরা যশোরের বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। তিনি সাতক্ষীরা শহরের ‘অ্যাডলিব’ শোরুমে বিক্রয়কর্মী হিসেবে চাকরি করতেন এবং প্রায় এক মাস আগে ওই বাসায় ভাড়া উঠেছিলেন।
সংশ্লিষ্টদের বক্তব্য:
বাড়ির মালিক মাসুম বিল্লাহ শুভ বলেন, “হিরা এক মাস ধরে আমার বাসায় থাকছিলেন। তিনি অ্যাডলিব শোরুমে কাজ করতেন। বিস্তারিত তথ্য ওখান থেকেই জানা যাবে।”
হিরার ভাবি জানান, “চাকরির কারণে হিরা সাতক্ষীরায় ভাড়া থাকত। তার বাবা-মা যশোরে আছেন। আমরা খবর পেয়ে সাতক্ষীরায় যাচ্ছি।”
অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, “আজ তার ছুটি ছিল। সকালে বলেছিল যশোর যাবে, তাই খোঁজ নিইনি। বিকেলে বাড়ির মালিক ফোন দিলে জানতে পারি ঘটনা। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।”
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”l
আপনার মূল্যবান মতামত দিন: