
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সহপাঠীকে ধর্ষণ ও নারী হেনস্তার অভিযোগে শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে গ্রেফতার করেছে পুলিশ। ক্যাম্পাসে বিক্ষোভ, প্রশাসনের সাময়িক বহিষ্কারাদেশ জারি
২২ অক্টোবর ২০২৫,
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নারী হেনস্তার অভিযোগ ঘিরে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে উত্তাল হয়ে ওঠে পুরো বুয়েট ক্যাম্পাস।
অভিযুক্ত শিক্ষার্থী শ্রীশান্ত রায় (আইডি ২১০৬১৬৯), যিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের ২০২১ ব্যাচের ছাত্র এবং আহসানউল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী।
চকবাজার থানা পুলিশ রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে।
পুলিশের বক্তব্য
চকবাজার থানার ডিউটি অফিসার এসআই নাজমুল ইসলাম গণমাধ্যমকে জানান,
“বুয়েট প্রশাসনের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি থানায় আছেন।”
শিক্ষার্থীদের বিক্ষোভ ও দাবি
রাত ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীরা ডিএসডব্লিউ ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
তারা স্লোগান দেন—
“ধর্ষকের ঠিকানা, এই বুয়েটে হবে না”,
“ধর্ষকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চাই”,
“বিচার চাই, ধর্ষকের বিচার চাই।”
শিক্ষার্থীরা অভিযোগ করেন,
“রেডডিট প্ল্যাটফর্মে অশালীন ও নারীবিদ্বেষী মন্তব্যকারী ওই ব্যবহারকারী আসলে আমাদের ব্যাচের শ্রীশান্ত রায়। তাঁর বক্তব্য ও আচরণ মেলানোর পর এ বিষয়ে নিশ্চিত হয়েছি।”
তারা আরও আহ্বান জানান,
“যদি আগেও কেউ তার দ্বারা হয়রানির শিকার হয়ে থাকেন, তাহলে গোপনীয়তা বজায় রেখে হলেও যেন প্রমাণ প্রকাশ করেন।”
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত
বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়—
“বুয়েটের ইইই বিভাগের ২০২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায় (আইডি ২১০৬১৬৯)-এর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হলো।”
ঘটনার পটভূমি
সামাজিক যোগাযোগমাধ্যম রেডডিটে একাধিক অশালীন মন্তব্য ও ধর্ষণের ইঙ্গিতপূর্ণ স্বীকারোক্তি প্রকাশের পর বিষয়টি ভাইরাল হয়।
এরপর থেকেই শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা ও ন্যায্য বিচার দাবি করেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সহপাঠীকে ধর্ষণ ও নারী হেনস্তার অভিযোগে শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে গ্রেফতার করেছে পুলিশ। ক্যাম্পাসে বিক্ষোভ, প্রশাসনের সাময়িক বহিষ্কারাদেশ জারি।
আপনার মূল্যবান মতামত দিন: