‘ঢাকা স্ট্রিম’-এর নারী কর্মীর মৃত্যু: আবারও প্রশ্নবিদ্ধ অনলাইন গণমাধ্যমের কর্মপরিবেশ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা স্ট্রিম’-এর এক নারী কর্মীর আকস্মিক মৃত্যু নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে অনলাইন সংবাদমাধ্যমগুলোর কর্মপরিবেশ ও মানসিক চাপ নিয়ে।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী কর্মী দীর্ঘদিন ধরে অনিয়মিত কর্মঘণ্টা, অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক চাপের মধ্যে ছিলেন। সহকর্মীদের বরাত দিয়ে জানা যায়, অফিসের চাপ সামলাতে না পেরে তিনি শারীরিক ও মানসিকভাবে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন।
তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
এ ঘটনায় সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও কর্মীদের নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি তুলেছেন। অনেকেই মনে করছেন, ডিজিটাল সংবাদমাধ্যমগুলোতে রাতদিনের ভেদাভেদ ছাড়াই কাজের যে অস্বাস্থ্যকর সংস্কৃতি তৈরি হয়েছে, তা দ্রুত পরিবর্তন না হলে এমন ঘটনা আরও ঘটতে পারে।
একজন জ্যেষ্ঠ সাংবাদিক বলেন,
“অনলাইন সাংবাদিকতায় প্রতিযোগিতা দিন দিন অমানবিক হয়ে উঠছে। কাজের চাপ, অনিরাপত্তা ও কম বেতন—সব মিলিয়ে সাংবাদিকদের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।”
এ ঘটনায় সংবাদকর্মী সংগঠনগুলোও গভীর শোক প্রকাশ করেছে এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে
সূত্র:
সহকর্মী ও পুলিশ সূত্রে সংগৃহীত তথ

আপনার মূল্যবান মতামত দিন: