নিউজ ডেস্ক | অধিকারপত্র
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে ইউক্রেন কোনো ড্রোন হামলা চালায়নি বলে মূল্যায়ন করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ (CIA)। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিআইএ-র এই প্রতিবেদনটি রাশিয়ার সেই দাবিকে সরাসরি খণ্ডন করল, যা পুতিন সোমবার টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছিলেন। সিআইএ প্রধান জন র্যাটক্লিফ বুধবার প্রেসিডেন্ট ট্রাম্পকে এই গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে বিস্তারিত অবহিত করেন।
ঘটনার প্রেক্ষাপট
গত সোমবার ক্রেমলিন থেকে দাবি করা হয়েছিল উত্তর রাশিয়ায় অবস্থিত পুতিনের একটি ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে। টেলিফোনলাপে পুতিন ট্রাম্পের কাছে এই অভিযোগ তোলেন। শুরুতে ট্রাম্প পুতিনের কথায় কিছুটা বিশ্বাসযোগ্যতা রেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সাংবাদিকদের তিনি বলেছিলেন, আমি এটি পছন্দ করছি না। এটি মোটেও ভালো কাজ হয়নি। সে সময় তিনি নিজেকে খুব রাগান্বিত বলেও বর্ণনা করেছিলেন। তবে বুধবার সিআইএ-র ব্রিফিং পাওয়ার পর ট্রাম্পের অবস্থানে দৃশ্যমান পরিবর্তন আসে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ নিউইয়র্ক পোস্টের একটি সম্পাদকীয় শেয়ার করেন যার শিরোনাম ছিল: পুতিনের হামলার হাঁকডাক প্রমাণ করে শান্তি স্থাপনের পথে রাশিয়াই প্রধান বাধা।
গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া
সিআইএ-র বিশ্লেষণে বলা হয়েছে, ইউক্রেন রাশিয়ার ওই অঞ্চলে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা করেছিল যা তারা আগেও করেছে, কিন্তু সেটি পুতিনের বাসভবন ছিল না। সিআইএ এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি না হলেও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে, হামলার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুরু থেকেই এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে আসছিলেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস একে একটি পরিকল্পিত বিভ্রান্তি হিসেবে অভিহিত করেছেন। অনেক ইউরোপীয় কর্মকর্তার মতে, মার-এ-লাগোতে ট্রাম্প ও জেলেনস্কির সফল বৈঠকের পর শান্তি আলোচনাকে ব্যাহত করতেই পুতিন এই বানোয়াট অভিযোগ তুলেছেন।
রাশিয়ার দাবি বনাম বাস্তবতা
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল যে, উত্তর ইউক্রেন থেকে পুতিনের ভালদাই (Valdai) বাসভবন লক্ষ্য করে ৯১টি ড্রোন ছোড়া হয়েছিল। তাদের দাবি অনুযায়ী, এর মধ্যে অর্ধেকের বেশি ড্রোন কয়েকশ কিলোমিটার দূরেই ভূপাতিত করা হয় এবং বাকিগুলো সোমবার ভোরে নভগোরদ অঞ্চলে ধ্বংস করা হয়। যদিও রাশিয়া এই ড্রোনগুলোর লক্ষ্য যে পুতিনের বাড়িই ছিল, তার কোনো অকাট্য প্রমাণ দিতে পারেনি। ইউক্রেনের মতে, রাশিয়া এই মিথ্যা প্রচারণার মাধ্যমে কিয়েভের সরকারি ভবনগুলোতে বড় ধরনের হামলার পথ প্রশস্ত করার অজুহাত খুঁজছে।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: