odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 18th January 2026, ১৮th January ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মুরাদনগর উপজেলার শিক্ষার্থীদের মিলনমুখর আয়োজন

কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা

odhikarpatra | প্রকাশিত: ১৭ January ২০২৬ ২২:০৬

odhikarpatra
প্রকাশিত: ১৭ January ২০২৬ ২২:০৬

ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদ’–এর উদ্যোগে নবীনবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই আয়োজন করা হয়। এতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

সংগঠনের দপ্তর সম্পাদক ও আইন বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম মাহির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থী ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক সফুর উদ্দিন ভূঁইয়া, এনসিসি ব্যাংকের কর্মকর্তা তনয় সাহা, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষক হাসান আল মামুন, লোকপ্রশাসন বিভাগের নবম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. রাকিব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল আওয়াল টিপু ও নাসির উদ্দিনসহ মুরাদনগর উপজেলা থেকে আগত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহান বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের অনেক স্মৃতি আজীবন মনে থাকে। সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে সহযোদ্ধাদের পাশে পাওয়া যায়, বিপদে সতর্ক করা যায়। আমাদের সদস্যরা সবসময় একে অপরের মঙ্গল কামনা করে।”

লোকপ্রশাসন বিভাগের নবম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. রাকিব হোসেন বলেন, “এই সংগঠন আমাকে আমার শেকড়ের কথা মনে করিয়ে দেয়। এখানে সবাই পরিবারের সদস্যের মতো। যারা বিসিএস দিতে চাও, তাদের বলব—নিয়মিত রিভিশন চালু রাখো এবং হতাশ না হয়ে লেগে থাকো, সফলতা আসবেই।”

সভাপতি সাইদুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমাদের সংগঠন একটি পরিবারের মতো। এখানে সবাই একে অপরের খোঁজখবর রাখে এবং প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ভবিষ্যতেও এই পারিবারিক বন্ধন আমরা বজায় রাখব।”


✍️ ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
🖊️ শাহরিয়ার হাসান জুবায়ের
📅 শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬


 



আপনার মূল্যবান মতামত দিন: