
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ২৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩০ পয়েন্ট।
সপ্তাহজুড়েই উত্থান-পতনে লেনদেন দুই বাজারে। একদিন সূচক পড়লেও পরের দিন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইএক্স ৭০ পয়েন্ট কমার মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়। সোমবার এই সূচক ৩৪ পয়েন্টের মতো বাড়ে; মঙ্গলবার বাড়ে ৬৬ পয়েন্ট।
চতুর্থ দিন বুধবার ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে যায়। শেষ দিন কমেছে ২৬ পয়েন্ট।
বৃহস্পতিবার ডিএসইতে ৫২৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৫ কোটি ২৪ লাখ টাকা কম।
লেনদেনে অংশ নিয়েছে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৭৪টির।আর অপরিবর্তিত রয়েছে ৫০টির দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক প্রায় ২৫ দশমিক ৬৫ পয়েন্ট কমে ৫ হাজার ২৫৮ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ দশমিক ৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৬৫ পয়েন্টে।
অন্যদিকে সিএসইতে ৩১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৬১ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।
আপনার মূল্যবান মতামত দিন: