
অধিকারপত্র ডেক্স: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের ২২ শতাংশ মানুষ অর্থাৎ ৩ কোটি মানুষ এখনো দরিদ্র, এদের টেনে তোলাই চেলেঞ্জ। দেশের ৪ কোটি মানুষের কর দেওয়া উচিত। বর্তমানে দিচ্ছে ৩০ লাখের মতো।
মঙ্গলবার (১৩ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ থেকে শুরু হয়েছে আয়কর মেলা। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আয়কর মেলায় সকাল থেকেই উপচে পড়া ভিড়। করদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। সবায় দীর্ঘ লাইনে দাড়িয়ে মেলায় প্রবেশ করছে।
আপনার মূল্যবান মতামত দিন: