
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার তালতলা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১২ টার দিকে (রবিবার দিবাগত) এই অগ্ন্ধিকান্ডের ঘটনা ঘটে।
মুদি দোকান, ঔষধের দোকান, মুদি মালের গোডাউন ও কাঠের দোকানসহ ১৪টি দোকান হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে আরো ১৫টি দোকান। সব মিলিয়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি
হয়েছে। এলাকাবাসী ও শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টায় এবং পুলিশের সহযোগীতায় রাত ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বাজারের ব্যবসায়ীরা জানান মধ্যবাজারের একটি কাঠের দোকানের মিটারের তারে বৈদ্যতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে পশ্চিম দিকে আগুন ছড়িয়ে পরে। আগুন লাগার এক ঘন্টা পরেই ফায়ার সার্ভিসের দলটি দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়
আপনার মূল্যবান মতামত দিন: