ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সিলেট রেলওয়ে স্টেশনে প্রেমিকার সামনে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন প্রেমিক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮ ১৯:৪৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮ ১৯:৪৪

সিলেট প্রতিনিধি: সিলেট রেলওয়ে স্টেশনে প্রেমিকার সামনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক প্রেমিক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

২৮ নভেম্বর, বুধবার দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত সজিব মিয়া (২০) নরসিংদীর পলাশপুর থানার ঘোড়াশাল চরপাড়ার আমজাদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সজিব সিলেটে এসে জৈন্তাপুর উপজেলার বাসিন্দা তার প্রেমিকার সাথে দেখা করে। বুধবার সকালে তারা দুজন সিলেট রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্মের যাত্রী ছাউনির বেঞ্চে বসে গল্প করছিল। দুপুর ১২টা ৪০ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশে সুরমা মেইল ৩নং প্লাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় সজিব চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়।

পরে খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ সজিবের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে।

এদিকে সজিবের প্রেমিকা পুলিশকে জানায়, আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েই তার সাথে দেখা করতে সজিব সিলেটে আসে। আত্মহত্যা না করতে তাকে বহুবার বলেছে সে। কিন্তু সজিব সত্যিই এমনটা করবে তা কখনো ভাবেনি তার প্রেমিকা। সে সজিবকে প্রাণপণে আটকানোর চেষ্টা করেও বাঁচাতে পারেনি।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন: