ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সিরাজদিখানে কেয়ারটেকারকে হাত-পা বেঁধে ১০টি গরু ছিনতাই

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮ ০২:১৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮ ০২:১৫

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানের বালুচরে একটি খামার থেকে ১০ টি গরু
ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের আমজাদ মোল্লার স্ত্রী সালমা বেগম (৩৫) বাদী হয়ে গত বৃহস্পতিবার সিরাজদিখান থানায় ১২ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার ২৫ নভেম্বর দিবাগত গভীর রাতে বালুচরের চান্দের চর ইটভাটা দপ্তর সংলগ্ন খামারে এ ঘটনা ঘটে। ডুবারচর একটি খামারের কেয়ারটেকার বজলুল মোল্লা (২৫) কে হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ১০ টি গরু ট্রলারে করে নিয়ে যায়
২০/২২ জনে একটি সন্ত্রাসী দল। পূর্ব শত্রতার জেরে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগে জানাযায়।
সিরাজদিখান থানার ওসি (প্রশাসন) মো. ফরিদ উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি।

বিষয়টি তদন্তাধিন আছে। প্রমান পেলে ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: