-2018-12-16-19-09-07.jpg)
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। গতকাল রবিবার প্রত্যুশে ৩১ বার তোপধ্বনির মধ্য
দিয়ে শুরু হয় দিবসটি। এরপর শহীদ বেদিতে ফুল দিয়ে সুর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয়।
]সকাল ৮ টা থেকে কুচকাওয়াজের মধ্য দিযে অনুষ্ঠানের ২পর্ব শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ
আজিম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া, সিনিয়র এএসপি (সিরাজদিখান সার্কেল) আসাদুজ্জামান, অফিসার ইন-চার্জ ফরিদ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, প্রেসক্লাব সভাপতি কে. এন. ইসলাম বাবুল, উপজেলা যুবলীগ আহবায়ক
মঈনুল হাসান নাহিদ প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: