
মহান বিজয় দিবস উপলক্ষে আজ সারাদেশে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়েছে বিনম্র শ্রদ্ধার সাথে।
এরই ধারাবাহিকতায় রোববার সকালে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এর পক্ষ থেকে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ও তার নেতৃত্বে সিনিয়র সহ-সভাপতি মাইনুদ্দিন রান, সোহরাব হোসেন স্বপন, আনোয়ার হোসেন সান্টু, মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, যুগ্ম সম্পাদক ওমর ফারুক ও আসাদ সহ প্রমুখ।উল্লেখ্য, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের নির্দেশেই মূলত বিজয় দিবসের সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন যুবলীগ দক্ষিণের নেতা কর্মীরা।
আপনার মূল্যবান মতামত দিন: