odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

১২টি স্বর্ণের বারসহ যাত্রী আটক

Md. Abir | প্রকাশিত: ২২ July ২০২২ ২১:৪০

Md. Abir
প্রকাশিত: ২২ July ২০২২ ২১:৪০

১২টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।যার ওজন ১ কেজি ৩৯৮ গ্রাম।

জানাযায়, ২২ জুলাই শুক্রবার সকালে শারজাহ থেকে আসা একটি এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট থেকে মুহাম্মদ মিজান উদ্দিন নামে আসা এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা।

বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন ,শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ।তিনি এ প্রতিবেদককে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হলের বিভিন্ন পয়েন্টে অবস্থান করেন। শারজাহ থেকে একটি ফ্লাইটে আসা যাত্রী মো. মিজান উদ্দীনের গতিবিধি সন্দেহ হলে তাকে নজরদারিতে রাখা হয়।

তিনি বলেন, মিজান ফোনে কথা বলতে বলতে ওয়াশরুমের দিকে যাওয়ার সময় চেষ্টা করে। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তার হাতে থাকা ছোট একটি ব্যাগ লুকানোর চেষ্টা করেন। পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সঙ্গে থাকা ছোট ব্যাগে স্বর্ণ আছে বলে স্বীকার করেন। পরে ব্যাগ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা।

 



আপনার মূল্যবান মতামত দিন: