odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

একটি জরাজীর্ণ রাষ্ট্রকে অল্প সময়ের মধ্যে সচ্ছল রাষ্ট্রে পরিণত করেছিলেন জাতির পিতা-(এলজিআরডি) মন্ত্রী

অধিকার পত্র প্রতিবেদক | প্রকাশিত: ২৫ July ২০২২ ০৪:৩১

অধিকার পত্র প্রতিবেদক
প্রকাশিত: ২৫ July ২০২২ ০৪:৩১

রোববার ২৪ জুলাই দুপুরে কুমিল্লা আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ১১ তলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ২০৩০ সালেই বাংলাদেশ উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হবে।

 

সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি আতাবুল্লাহ খন্দকার ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার ফারুক আহমেদ।অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও আবুল হাসেম খান।

 

এলজিআরডিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর একটি জরাজীর্ণ রাষ্ট্রকে অল্প সময়ের মধ্যে সচ্ছল রাষ্ট্রে পরিণত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: