odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

রাজধানীর গুলিস্তান হল মার্কেটের নির্মাণাধীন বহুতল ভবনে ক্রেন থেকে রড পরে আহত ৫

odhikarpatra | প্রকাশিত: ১৬ August ২০২২ ১০:৩৮

odhikarpatra
প্রকাশিত: ১৬ August ২০২২ ১০:৩৮

রাজধানীর গুলিস্তানে হল মার্কেটের নির্মাণাধীন বহুতল ভবনে ক্রেন দিয়ে রড ওঠানোর সময় রড নিচে পড়ে আহত হয়েছেন ৫ জন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে হল মার্কেটের আজমেরী হোটেলের পাশের রাস্তায় ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, জাকির হোসেন (৩৫) ও সাহাবুদ্দিন (৪০), মো. সবুজ (৪০), জাহাঙ্গীর হোসেন (৩৪) ও রেজাউল করিম (৩৩)।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত পাঁচ জনের মাথায় ও শরীরে আঘাত আছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, হাসপাতালে আহত পাঁচজন ছাড়াও এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি।

আহতরা জানান, রাতে তারা গুলিস্তান হল মার্কেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ওপর থেকে অনেকগুলো রড তাদের শরীরের ওপর পড়ে। এতে তারা আহত হন।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা মো. হাসান জানান, হল মার্কেটের ওপরে কাজ চলছে। রাতে ক্রেনের মাধ্যমে ওপরে রড উঠাচ্ছিল। এ সময় ক্রেন থেকে অনেকগুলো রড রাস্তায় পথচারীদের ওপর পড়ে। এতে কয়েকজন পথচারী আহত হন।

 


আপনার মূল্যবান মতামত দিন: