odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

রাঙ্গামাটি চন্দ্রঘোনা প্রধান সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় এক যুবক নিহত।

odhikar patra | প্রকাশিত: ২০ August ২০২২ ০৭:৩২

odhikar patra
প্রকাশিত: ২০ August ২০২২ ০৭:৩২

নিউজ ডেক্স :

রাঙ্গামাটি জেলা চন্দ্রঘোনা থানাধীন  রাইখালী ইউনিয়নস্থে  শুক্রবার (১৯ আগষ্ট)  আনুমানিক বিকাল সাড়ে ৩টার দিকে চন্দ্রঘোনা রাইখালী মেইন সড়ক ভায়া হাতিমারা নামক মধ্যে স্থানের বাঙ্গালহালিয়া সড়ক পথে মোটর সাইকেল ও প্রাইভেট কার  মুখোমুখি সংঘর্ষের এক মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। নিহত ব্যক্তি মংচপ্রু মারমা ছেলে  সুইসাইনমং মারমা তার নিজ বাড়ি রাইখালী মতিপাড়া বলে সুত্রে জানা যায়। মোটর সাইকেল নিহত যুবক মতিপাড়া হতে  বাঙ্গালহালিয়া উদ্দেশ্য যাচ্ছে বলে জানা যায়।

এবিষয়ে নিশ্চিত করেন  চন্দ্রঘোনা থানা ওসি ইকবাল বাহার চৌধুরীর গনমাধ্যমকে জানান, প্রাইভেট কারটিকে ফেরিঘাট এলাকায় আটক করা হয়।  দূর্ঘটনায় মোটর সাইকেল  ও আরোহী নিহত যুবক লাশকে  ঘটনায়স্থল দ্রুত গিয়ে চন্দ্রঘোনা থানা পুলিশ বাহিনী উ দ্বার করে থানা নিয়ে আসা হয়েছে।  কিন্তু প্রাইভেট কার চালক  আটক করতে পারেনি বলে তিনি জানিয়েছেন। এ দুর্ঘটনায় কারণ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চন্দ্রঘোনা ওসি জানান। স্থানীয় বাসিন্দা একাধিক ব্যক্তিরা জানান, প্রতিনিয়ত প্রায় এ চন্দ্রঘোনা ভায়া সড়ক রাজস্থলী বান্দরবান প্রধান সড়কে দূর্ঘটনায় ঘটছে মোটর সাইকেল ও ছোট বড় যানবাহন চালকরা বেপরোয়া গাড়ি চালায় বলে এ দূঘটনায় বেশি ঘটে। অন্যদিকে চালকের লাইসেন্স নেই ও ফিটনেসবিহীন গাড়ি এ রাস্তা চলাচল করে থাকে জানা যায়। এবিষয়ে প্রশাসন যথাযথ পদক্ষেপ নিলে কিছু টা হলে দূর্ঘটনায় রোধ কমে আসবে বলে স্থানীয় বাসিন্দা সচেতন মহালরা গণমাধ্যম কে জানান।

 



আপনার মূল্যবান মতামত দিন: