odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

আইইবির বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

odhikarpatra | প্রকাশিত: ২১ August ২০২২ ০১:৫৮

odhikarpatra
প্রকাশিত: ২১ August ২০২২ ০১:৫৮

 ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ’র (আইইবি) এর সদর দফতর, ঢাকা কেন্দ্র এবং ইআরসি নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী নূরুল হুদার নেতৃত্বে কেন্দ্রীয় কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসাইন, মো. নূরুজ্জামান, খন্দকার মনজুর মোর্শেদ, এস. এম. মনজুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শীবলু, সহকারী সাধারণ সম্পাদক প্রতীক কুমার ঘোষ, শেখ তাজুল ইসলাম তুহিন, মো. আবুল কালাম হাজারী ও মো. রনক আহসান, ইআরসি (ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার) এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক খান আতাউর রহমান সান্টু, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, সম্পাদক কাজী খায়রুল বাশার এবং আইইবি, গোপালগঞ্জের মো. এহসানুল হকসহ বিভিন্ন সরকারি/আধা-সরকারি/বেসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: