odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

দুই ব্রাজিলিয়ানের হ্যাটট্রিকে বসুন্ধরার বড় জয়ে

odhikar patra | প্রকাশিত: ১৫ November ২০২২ ০৮:১৯

odhikar patra
প্রকাশিত: ১৫ November ২০২২ ০৮:১৯

স্বাধীনতা কাপে দুই ব্রাজিলিয়ানের হ্যাটট্রিকে ইয়ংমেন্স ফকিরেরপুলকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে  বসুন্ধরা কিংস ।

আজ (সোমবার) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী থেকে এ মৌসুমে বসুন্ধরায় যোগ দেওয়া দোরিয়েল্তন গোমেজ একাই করেন ৬ গোল, রবিনিয়ো ৩টি। একটি করে গোল বিপলু আহমেদ, কাজী তারিক রায়হান, মিগেল ফিগেইরা, মাশুক মিয়া জনি ও ইয়াসিন আরাফাতের।

প্রথমার্ধেই ৭ গোল দেখে বসুন্ধরা। ষষ্ঠ মিনিটে বাঁ দিক থেকে রিমন হোসেনের নিচু ক্রস থেকে লক্ষ্যভেদ করেন বিপলু আহমেদ। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয় কাজী তারিক রায়হানের গোলে। এরপর দ্বাদশ মিনিটে দোরিয়েল্তনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে প্লেসিং শটে জাল খুঁজে নেন রবিনিয়ো। ২১ মিনিটে গোলের মিছিলে যোগ দেন মিগেল ফিগেইরা। তিন মিনিট পর ফ্রি-কিক থেকে স্কোরলাইন ৫-০ করেন রবিনিয়ো। ২৭ মিনিটে গোলের খাতায় নাম খোলেন বসুন্ধরার নতুন খেলোয়াড় দোরিয়েল্তন। এরপর ৪৪, ৪৮, ৮৪, ৮৫ ও ৯০ মিনিটে আরও পাঁচ গোলে ডাবল হ্যাটট্রিক পূরণ করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

৬১মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন রবিনিয়ো। এছাড়া বদলি নেমে ফকিরেরপুলের জালে গোলোৎসব করেন ইয়াসিন আরাফাত ও মাশুক মিয়া জনি।

দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজমপর ফুটবল ক্লাব উত্তরাকে ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী।



আপনার মূল্যবান মতামত দিন: