**নতুনধারা বাংলাদেশের মোমিন মেহেদীর মন্তব্য: মওলানা ভাসানীকে ভুলিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে**
ডাকসু শিক্ষার্থী, রাজনৈতিক বিশ্লেষক ও নতুনধারা বাংলাদেশ (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, পাঠ্যবই ও শিক্ষণীয় সব পাঠ থেকে মওলানা ভাসানীর জীবনকথা সরিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র বর্তমান।
১৭ নভেম্বর বিকেলে তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ‘মওলানা ভাসানীর রাজনীতি এবং নীতির জীবন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মোমিন মেহেদী আরও বলেন, জাতির সামনে বর্তমানে “নির্মম সত্য”—দেশে ক্রমশ অন্ধকার বাড়ছে। ২১ ট্রিলিয়ন ডলারের ঋণ, ভারসাম্যহীন সরকারি ব্যয় এবং প্রশাসনিক দুর্বলতা দেশের ধ্বংসের পথকে আরও তীব্র করছে।
**সভায় প্রধান বক্তব্য**
* মোমিন মেহেদী বলেন, মওলানা ভাসানীর মতো সৎ ও নীতিবান নেতার প্রয়োজন আজ আগের চেয়ে বেশি।
* যদি দেশের নেতৃত্বে প্রতারণার আশ্রয় নেওয়া হয়, তবে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটবে।
* জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ স্বাধীনতা থেকে জুলাই চেতনায় এসেছে, কিন্তু বর্তমানে দ্রব্যমূল্য, দুর্নীতি ও নিরাপত্তাহীনতা বেড়ে চলেছে।
সভায় অংশগ্রহণ করেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং ওয়াজেদ রানা প্রমুখ।
**জনমত ও সামাজিক অবস্থা**
মোমিন মেহেদী আরও বলেন—ছাত্র-যুব-জনতার নিরাপত্তাহীনতা, ধর্ষণ, সন্ত্রাস, ফেইক ধর্মীয় নেতা বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনের রাজনীতি চললেও সাধারণ মানুষের জীবনযাত্রার দাম বেড়েই চলেছে। তিনি সতর্ক করেন যে, ক্ষমতায় থাকা সরকার তাদের স্বপ্নে বিভোর, কিন্তু বাস্তবে জনগণের কষ্ট ও দুর্ভোগের প্রতি তারা কোনো মাথা ব্যথা রাখে না।

আপনার মূল্যবান মতামত দিন: