odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

জাতিকে শোষিত থেকে শাসক বানিয়েছেন বঙ্গবন্ধু : সমাজকল্যাণ মন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ৬ December ২০২২ ০৫:৪৮

odhikarpatra
প্রকাশিত: ৬ December ২০২২ ০৫:৪৮

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, জাতিকে শোষিত থেকে শাসক বানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি (বঙ্গবন্ধু) এ জাতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে গিয়েছেন।

মন্ত্রী আজ সোমবার রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা একাডেমিতে ‘৪৯ তম বুনিয়দি কোর্সের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে কালিমা লেপন করতে চেয়েছিল. কিন্তু তারা পারেনি, ব্যর্থ হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা অনেক এগিয়ে গিয়েছিলাম কিন্তু কোভিড অতিমারীর কারণে এগিয়ে যাওয়া কিছু সময়ের জন্য থমকে গেলেও ডিজিটাল বাংলাদেশের কারণে সেটি রোধ করতে পেরেছি।’
তিনি বুনিয়াদি কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনি শুধু সমাজের পিছিয়ে পড়া বিষয়গুলো দেখবেন তা নয়, সব বিষয়েই খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এগিয়ে যেতে পারবো।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মুস্তফা কামাল।
মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: