odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

ঢাকা মেয়র কাপ আন্ত:ওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ শুরু

odhikarpatra | প্রকাশিত: ৬ January ২০২৩ ০৮:২৫

odhikarpatra
প্রকাশিত: ৬ January ২০২৩ ০৮:২৫

ঢাকা ৫ জানুয়ারি, ২০২৩ :  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) উদ্যেগে  আজ শুরু হয়েছে ৩য় ‘ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩'। ফুটবল ইভেন্ট দিয়ে  রাজধানীর শহীদ বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা  কামাল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, প্রধান পৃষ্ঠপোষক মধুমতি ব্যাংকের এমডি ও সিইও শফিউল আজম, করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাদ্দেস হোসেন জাহিদ ও  শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাংগঠনিক  সচিব ফরিদ উদ্দিন  আহমদ রতন  প্রমুখ উপস্থিত ছিলেন। 
নক আউট পদ্ধতিতে এবারের আসরে ফুটবলে ৬৪ , ক্রিকেটে ৫১ এবং ব্যাডমিন্টনে ৬৪ ওয়ার্ড দল অংশ নিচ্ছে। 
আগামী  ১৩ জানুয়ারি গোলাপবাগ খেলার মাঠে  ক্রিকেট এবং একই দিনে  শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে শুরু হবে ব্যাডমিন্টন।
এই তিনটি  ছাড়াও রাজধানীর  বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে খেলাগুলো। 
প্রাইজমানি হিসেবে ক্রিকেট এবং ফুটবল চ্যাম্পিয়ন দল পাবে সাত লাখ টাকা করে।  উভয় ইভেন্টের  রানার্স আপ দল  পাবে  পাঁচ  লাখ টাকা করে।  ব্যাডমিন্টনে বিজয়ী দল তিন  লাখ  এবং রানার-আপ দলকে দুই  লাখ  টাকা প্রাইজমানি পাবে।



আপনার মূল্যবান মতামত দিন: