odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫
সিরাজদিখানে

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আ:মোতালেব দেওয়ানের দাফন সম্পন্ন

মো. আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৭ February ২০২৩ ০৭:০২

মো. আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৭ February ২০২৩ ০৭:০২

মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আ:মোতালেব দেওয়ানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাদ মাগরিব উপজেলার মালখানগর কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক রাজনীতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণির মানুষ। এরপর গোড়াপীপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। । এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার দেয়া হয়। এ সময় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরীফুল আলম তানভীর বীর মুক্তিযোদ্ধা আ:মোতালেব দেওয়ানকে রাষ্ট্রীয় সালাম দেন। বীর মুক্তিযোদ্ধা আ:মোতালেব দেওয়ান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার (৬ ফেব্রুয়ারি ) দুপুর সোয়া একটার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর গ্রামে তার নিজ বাসভবনে শেষ নি.স্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন ।

কর্মজীবনে তিনি মালখানগর হাই স্কুলে ৭০ দশকে সহকারী শিক্ষক পদে শিক্ষকতা পেশায় যোগদান করেন। পরবর্তীতে মালপদিয়া হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।  ২০১৩ সালে অবসর গ্রহণ করেন। এছাড়া তিনি মহান মুক্তিযোদ্ধে গ্রুপ কমান্ডার ছিলেন। ৩৬ জন মুক্তিযোদ্ধা তার অধীনস্থ ছিল। বীর মুক্তিযোদ্ধা আ: মোতালেব দেওয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।



আপনার মূল্যবান মতামত দিন: