odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

রাঙ্গামাটির দুর্গম বালুখালীতে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ

odhikarpatra | প্রকাশিত: ২৫ February ২০২৩ ০৮:৩০

odhikarpatra
প্রকাশিত: ২৫ February ২০২৩ ০৮:৩০

রাঙ্গামাটি, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩  : জেলার সদর উপজেলার বালুখালী ইউনিয়নের দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত ৬৩৯ পরিবারের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। আজ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে এসব সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলার হোম সিস্টেম বিতরণ করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সোলার হোম সিস্টেম বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (প্রশাসন) ইফতেখার আহমেদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (বাস্তবায়ন) মো. হারুন-অর-রশিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান, মহসিন রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন প্রমুখ। পার্বত্য মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌর বিদ্যুতের মাধ্যমে পাহাড়ের দুর্গম এলাকাগুলো আলোকিত করছে এবং পাহাড়ের প্রতিটি দুর্গম এলাকা যাতে শতভাগ আলোকিত করা যায় সেজন্য সরকার ১ হাজার কোটি টাকার বিদ্যুতায়ন প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম গ্রহণ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: