odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

বিরামপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মো. আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৬ February ২০২৩ ০৫:৩০

মো. আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৬ February ২০২৩ ০৫:৩০

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

"স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ও উদ্বোধনী সমাপনী মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে দিনব্যাপি এই প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল ইসলাম রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় ক্রমানুসারে উম্মে কুলসুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী বলেন, 'দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগির ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। প্রাণি সম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।' এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রাণিসম্পদ খামারী মালিকগন, সুধিজন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রদর্শনী ও উদ্বোধনী সমাপনী প্রর্দশনীতে উপজেলার বিভিন্ন প্রজাতির গরু, ছাগল,ভেড়া, কবুতর খোরগোস,হাস, কোয়েল, ঘোড়াসহ বিভিন্ন প্রকার প্রজাতির প্রাণি স্টলেগুলোতে স্থান পায়।

 



আপনার মূল্যবান মতামত দিন: