ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

অস্ট্রেলিয়ার বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আলোচনা সভা

MASUM | প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৭ ১০:৫৮

MASUM
প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৭ ১০:৫৮


অস্ট্রেলিয়ার বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের সদস্যপদ বিষয়ক এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিডনির বাংলাদেশি মালিকানাধীন কস্তুরী ফাংশন সেন্টারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ চৌধুরী।

এতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। আলোচনা সভায় অস্ট্রেলিয়ায় বিভিন্ন পেশায় কর্মরত বাংলাদেশিদের সামনে প্রবাসীদের কল্যাণে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ ও ধারাবাহিক সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী।

এ সময় তিনি জানান, বাংলাদেশ সরকারের গৃহীত নতুন আইন অনুযায়ী প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিক ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ লাভ করতে পারবেন।

এ ব্যাপারে অস্ট্রেলিয়া, নিউজিল্যাণ্ড ও ফিজিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সদস্যপদ লাভের জন্য আবেদন করতে বিশেষভাবে আহ্বান জানানো হয়। এর আগে, আলোচনার শুরুতেই জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: