odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

চন্দ্রঘোনা তৈয়্যবিয়া মাদ্রাসার "সাবেক ছাত্র পর্ষদের" অভিষেক সম্পন্ন

odhikarpatra | প্রকাশিত: ২৬ February ২০২৩ ০৮:৩০

odhikarpatra
প্রকাশিত: ২৬ February ২০২৩ ০৮:৩০

রাঙ্গুনিয়ায় মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া চন্দ্রঘোনার সাবেক ছাত্র পর্ষদ ২০২২-২৪ এর অভিষেক ও কৃতি শিক্ষার্থী পুরস্কার আজ ২৫ ফেব্রুয়ারী ২০২৩ (শনিবার) সকাল ১০ টায় মাদ্রাসা সংলগ্ন খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়।
 
অভিষেক প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক আহমদ শাহ আলমগীর ও ও পরিষদের সাধারণ সম্পাদক কাজী মামুনুল ইসলামের সঞ্চালনায় 
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার।
 
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন  মাদ্রাসা এ তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়ার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা আবু তৈয়ব চৌধুরী।
 
সভাপতিত্ব করেন মাদ্রাসা এ তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়ার সাবেক ছাত্র পর্ষদের সভাপতি অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আল কাদেরী।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. আবদুল মাবুদ, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগঠনের উপদেষ্ঠা সাংবাদিক জিগারুল ইসলাম জিগার, ডা: মুহাম্মদ শাহ সোলাইমান, তৈয়বিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি ইকবাল হোসেন সুমন, গাউসিয়া কমিটি রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ মধ্যম শাখার সভাপতি নুর মোহাম্মদ মেম্বার, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন সরোয়ার,  মাওলানা কাজী আবদুল কুদ্দুছ, মাওলানা সালাহ উদ্দিন নেজামী, এডভোকেট দিদারে আলম, ব্যাংকার মুহাম্মদ আবদুল কাইয়ুম, এখতিয়ার হোসেন, মাওলানা মীর মুহাম্মদ শহিদুল্লাহ, মাওলানা আবদুস সাত্তার, আবদুল জব্বার,এইচ এম শহিদুল্লাহ, হাফেজ তারেক।
 
অভিষেক অনুষ্ঠানে যা ছিল।
 
১। নব গঠিত সাবেক ছাত্র পর্ষদ ২০২২-২৪ এর অভিষেক।
 
২। কুইজ প্রতিযোগিতার ড্র ও পুরস্কার।
 
৩। রাংগুনীয়াস্থ আনজুমান পরিচালিত (নির্ধারিত) মাদরাসায় ২০২২ সালের বার্ষিক পরীক্ষায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।
 
৪। ২০২২ সালে দাখিল পরীক্ষায় রাঙ্গুনিয়ায় আনজুমান পরিচালিত (নির্ধারিত) মাদরাসা থেকে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান।
 
৫। ২০২৩ সালে আলিম পরীক্ষায় রাংগুনীয়ায় আনজুমান পরিচালিত (নির্ধারিত) মাদরাসা থেকে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান।
 
এ প্লাস প্রাপ্ত ১০ জন, মেধা ভিত্তিক ৯০ জন, কুইজ পুরস্কার বিজয়ী ৩০ জন, সর্বমোট ১৩০ জনকে পুরস্কার প্রদান করা হয়।
 
এ সময় পুরস্কার প্রাপ্ত ছাত্র ছাত্রী,  অভিভাবক, শিক্ষক মন্ডলী, পরিষদের নেতৃবৃন্দ ও বর্তমান ও সাবেক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন: