odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

শ্রীনগরে মাটি খেকোদের ড্রাম ট্রাক চলাচলে কোটি টাকার রাস্তা হুমকির মুখে

মো. আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৮ February ২০২৩ ০৯:২২

মো. আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৮ February ২০২৩ ০৯:২২

এমএ কাইয়ুম মাইজভান্ডারী:

মুন্সিগঞ্জের শ্রীনগরে কোটি ব্যায়ে নির্মিত প্রায় ৪ কিলোমিটার গ্রামীন রাস্তা মাটি খেকোদের মাটি বহনকারী ড্রাম ট্রাক চলাচলের হুমকির মুখে পড়ছে। উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড এলাকার নতুন রাস্তা কবরস্থান হতে শ্রীধরপুর গাবতলা,স্থানীয় কামালের বাড়ী হতে দক্ষিন দিকে আড়িয়াল বিল মুখি বড়খাল অবধি সড়কটির একই হাল। বছরের পর বছর আড়িয়াল বিল হতে মাটি খেকো চক্র গুলোর ড্রাম ট্রাকে মাটি বহনে রাস্তার বেহাল দশা হলেও দস্যুদের নিকট তারা অসহায়। রাস্তাকে কেন্দ্র করে স্থানীয় শ্রীধরপুর এলাকাবাসীদের সাথে কয়েক দফায় ধন্ধ বাঁধে। সরকারি রাস্তা বিনষ্ট করায় স্থানীয়দের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। উল্টো বেড়েছে মাটি খেকোদের দৌরাত্ম্য। এসব গ্রামীন কাঁচা রাস্তা গুলো নির্মাণের পর জনসাধারণ ব্যবহারের পূর্বেই রাস্তায় ক্রমাগত উড়তে দেখা যায় ধুলাবালি। ভারি ট্রাক চলাচলে রাস্তার মাঝ দিয়ে ধেবে আছে,সামান্য বৃষ্টির পানি জমলে হেটে চলাও অসম্ভব। সম্পূর্ণ রাস্তা জুড়ে ছোট বড় গর্ত আর গর্ত সৃষ্টি একেবারেই বেহাল হয়ে পড়েছে।

শ্রীধরপুরের একাধিক কৃষক জানান, আড়িয়াল বিল থেকে ফসল ও কৃষিপণ্য যাতায়াতের জন্যই মুল রাস্তাটি নির্মান করা হয়। কিন্তু কৃষকের যাতায়াতের আগেই মাটি ব্যবসায়ীরা মাটি ভর্তি ড্রাক ট্রাক,মাহিন্দ্রা চলাচলে রাস্তা নষ্ট হয়ে গেছে। এখন এই রাস্তা দিয়ে কৃষি পন্য নিয়ে অটোরিক্সা চলাচলতো দুরে কথা পায়ে হেঁটে চলা দায় হয়ে পড়েছে। মাটি খেকোদের ভয়ে কোন কৃষক মুখ খুলতে পারছেন না।

বাড়ৈখালী ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য কে এম জাফর বলেন, আমি ইউপি চেয়ারম্যানের সাথে গিয়ে ড্রাম চলাচল নিষেধ করেছি। কিন্তু তারা আমাদের কথায় কোন কর্ণপাত করেনি।

 



আপনার মূল্যবান মতামত দিন: