odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

সিরাজদিখানে ধলেশ্বরী নদীর মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে

মো. আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১ March ২০২৩ ০৬:৫৯

মো. আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১ March ২০২৩ ০৬:৫৯

মো. হামিদুল ইসলাম লিংকন  :

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধ ভাবে ধলেশ্বরী নদীর মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে এক ইট ভাটা মালিকের বিরুদ্ধে । উপজেলা বালুচর ইউনিয়নের কয়রাখোলা মৌজার বাবুল মুন্সী ব্রিকফিল্ড স্বত্বাধিকারী আমিনুল মুন্সীর বিরুদ্ধে ওঠে এই অভিযোগ। 

স্থানীয় বাসিন্দাদারা জানায়,  ইউনিয়ন ভূমি অফিসকে ম্যানেজ করে আমিনুল মুন্সী কিছু দিন ধরে নদীর মাটি কাটছে। এছাড়া আমিনুল মুন্সির বিরুদ্ধে এর আগেও একাধিকবার উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট করেছে। তিনি এলাকায় কয়েকটা ইটভাটার মালিক ও প্রভাবশালী হওয়ায় স্থানীয় লোকজন তার বিরুদ্ধে কিছু বলার সাহসও পায় না। তবে নদীর মাটি অবৈধ ভাবে ভেকু মেশিন দিয়ে কাটতে থাকলে যেকোনো সময় নদীর পাড়ের ফসলি জমিগুলো ক্ষতিগ্রস্ত হবে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাবুল মুন্সী ব্রিক ফিল্ড সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে স্কেভেটর মেশিনের সাহায্যে মাটি উত্তোলন করে পারে রাখা হচ্ছে। সেই মাটি মাহিন্দ্রতে করে বিভিন্ন ইটভাটা সরবরাহ করা হচ্ছে। 

বাবুল মুন্সী ব্রিকফিল্ড এর ব্যাবস্থাপক মো. মুছা বলেন, নদীর পাশের মালিকানা জমি থেকে মাটি কাটা হচ্ছে। এই জায়গা নদীর না।

বালুচর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোক্তার হোসেন গাজী বলেন, আমি নতুন আসছি কারো সাথেই আমার তেমন পরিচয় নেই তাই নদী থেকে মাটি উত্তোলনের বিষয়টি তিনি জানি না। মাটি কাটার থেকে টাকা নেওয়ার ব্যাপার জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। 

সিরাজদিখান উপজেলা সহকারি কমিশনার ( ভূমি ) উম্মে হাবিবা ফারজানা বলেন, আমি তহসিলদারকে সরজমিন এ গিয়ে এখনই মাটিকাটা বন্ধের নির্দেশ দিচ্ছি। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। #



আপনার মূল্যবান মতামত দিন: