odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

বিরামপুরে জাতীয় বীমা দিবস পালিত

মো. আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২ March ২০২৩ ০৪:৫৬

মো. আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২ March ২০২৩ ০৪:৫৬

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

"আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। আজ বুধবার (১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, থানার অফিনার ইনচার্জ সুমন কুমার মহন্ত, মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স বিরামপুর শাখার জিএম আবুল কাশেম সুমন প্রমুখ।

বক্তারা বলেন, বীমা সেবায় গ্রাহক যেন হয়রানি না হয় ও এ সেবাকে জনগণের দোড়গড়ায় পৌছাতে হবে এবং সকলকে বীমায় আওতায় আসার জন্য আহবান জানান। এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের প্রধানগণ, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: