odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

সরকারি অফিসে ‘সিঙ্গেল ইউজ’ প্লাস্টিক ব্যবহার বন্ধ

মো. আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২ March ২০২৩ ০৫:২৬

মো. আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২ March ২০২৩ ০৫:২৬

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার সব সরকারি অফিস ও  উপকূলীয় এলাকায় ‘ সিঙ্গেল ইউজ’ প্লাস্টিকের ব্যবহার বন্ধ এবং অবৈধ ইটভাটা বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে দেশের সব জেলা প্রশাসককে অনুরোধ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

আজ বুধবার (১ মার্চ) মন্ত্রণালয়ের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অধিশাখা-১ থেকে পাঠানো চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মন্ত্রণালয়কে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সূত্র জানায়, জারি করা অপর এক চিঠিতে, জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার সব সরকারি অফিসে এবং উপকূলীয় এলাকায় ‘সিঙ্গেল ইউজ’ প্লাস্টিকের ব্যবহার বন্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধকল্পে মাসিক সভা ও অংশীজনদের নিয়ে নিয়মিত আলোচনা সভা আয়োজন এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম বাস্তবায়ন করতে বলা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: