odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

মুন্সিগঞ্জের শ্রীনগরে ইউপি সদস্যের উপর হামলা

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৭ March ২০২৩ ০৯:১৭

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৭ March ২০২৩ ০৯:১৭

ফরহাদ হোসেন জনি:

শ্রীনগরে পুর্বশত্রুতার জেরে শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের  সদস্য মোঃ রবিন (২৮) উপর হামলার ঘটনা ঘটেছে।৬মার্চ সোমবার বেলা ১২টার দিকে শ্যামসিদ্ধি ইউনিয়নের পরিষদের সকল ওয়ার্ডের মেম্বারদের উপস্থিতিতে জনগনের মধ্যে মাসিক চাল বিতরন কালে পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটে।

আহত অবস্থায় ইউপি সদস্যের চাচাতো ভাই  রবিনকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে ভর্তি করে। আহত মোঃরবিন হোসেন(২৮), উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের  রহিম দেওয়ানের ছেলে এবং ৮নং ওয়ার্ড ইউপি সদস্য। এব্যাপারে আহত রবিন বাদী হয়ে রাসেল (৩০)সহ ৪জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, আহত রবিন ঘটনার দিন পরিষদে বিনামূল্যে  মাসিক চাল বিতরনের  সময় পূর্ব পরিকল্পনা মোতাবেক দেশীয় অস্ত্রশস্ত্র সহ ইউনিয়ন পরিষদের ভিতরে প্রবেশ করে আমাকে চারদিক থেকে ঘেরাও করে। ৩নং বিবাদীর হুকুমে ১নং বিবাদী তার হাতে থাকা ধারালো দেশীয় অস্ত্র  দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মাথা লক্ষ্য করে কোপ দিলে আমি আমার ডান হাত দিয়ে কোপ ঠেকাতে গেলে ডান হাতের তর্জনী আঙুল এর অংশে লেগে আঙ্গুলের মাংস কেটে যায়।২নং বিবাদী একই অবস্থা করে।

অন্যান্য বিবাদী গন আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে নীলা ফুলা জখম করে।৪নং বিবাদী আমার প্যান্টের পকেটে থাকা ৪৪০০০/টাকা ছিনিয়ে নিয়ে হুমকি দিয়ে বলে থানায় মামলা করলে আমাকে খুন করে লাশ ঘুম করে ফেলবে।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত অফিসার  ইনচার্জ আমিনুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: