odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

নেত্রকোনার মোহনগঞ্জে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ March ২০২৩ ০১:৩৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ March ২০২৩ ০১:৩৬

নেত্রকোনার মোহনগঞ্জে মো. শরীফ আহম্মেদ (২২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শরীফ জয়পুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার মো. জামরুল ইসলামের ছেলে। নিহত শরীফের ৭ মাস বয়সি একটি মেয়ে সন্তান রয়েছে। শরীফ কৃষি কাজ করত।

শরীফের ভগিনীপতি জাকির হোসেন পাবেল বলেন, শনিবার বিকালে মাথার চুল কাটানোর কথা বলে বাড়ি থেকে বের হয় শরীফ। সন্ধ্যার পর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন মনে করেছে-বাড়ির পাশে দোকানে বসে হয়তো বিশ্বকাপ ফুটবল খেলা দেখছে। তাই এ নিয়ে কেউ চিন্তা করেনি। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির অদূরে একটি ক্ষেতে শরীফকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশী এক ব্যক্তি। তার চিৎকারে পরিবারসহ এলাকার লোকজন ছুটে এসে শরীফকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

সমাজ-সহিলদেও ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল জানান, রাতে বাড়ির পাশেই শরীফকে গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। ৭ মাস বয়সি তার একটি মেয়ে সন্তান রয়েছে। এটি দুঃখজনক ঘটনা।খুনিকে দ্রুত খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, শরীফের লাশ দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে। তবে তার নাম জানাতে চাননি ওসি।



আপনার মূল্যবান মতামত দিন: