odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

সিরাজদিখানে ভূমিহীন ও গৃহহীন ১২টি পরিবারকে ঘর হস্তান্তর

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২২ March ২০২৩ ২০:২১

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২২ March ২০২৩ ২০:২১

নিজস্ব প্রতিবেদক:

‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় সারাদেশের ৩২,৯০৪ ঘর দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা একক গৃহ জমিসহ ঘর প্রদান কার্যক্রম প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সকাল ১০টা ৩০ মিনিটে জমি ও গৃহপ্রদান কর্মসূচি উদ্বোধন করেন। দেশব্যাপী বিভিন্ন জেলা,উপজেলায় ভূমি ও গৃহহীনদের মাঝে এসব ঘর বিতরণ করা হয়। এর মধ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১২ টি গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করা হয়। বুধবার (২২ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তন নির্বাহী কর্মকর্তা মো: শরিফুল আলম তানভীর এর সভাপতিত্বে ভূমি ও গৃহহীনদের মাঝে এসব ঘর ও দলিল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ,মহিলা ভাইস-চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন,উপজেলা কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক, ,মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন ।



আপনার মূল্যবান মতামত দিন: