odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

নিয়ন্ত্রণহীন ভোগ্যপণ্যের বাজার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ March ২০২৩ ০৪:৫৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ March ২০২৩ ০৪:৫৩

নিয়ন্ত্রণহীন ভোগ্যপণ্যের বাজার। চাহিদা বিবেচনায় বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। রোজা ঘিরে লেবু, বেগুন ও শসার দাম নিয়ে তুঘলকি কাণ্ড চলছে। এগুলো দেখারও যেন কেউ নেই। প্রতি কেজি বেগুন কিনতে ক্রেতার গুনতে হচ্ছে ১০০ টাকা। শসার কেজি ৮০ টাকা। প্রতি হালি (৪ পিস) লেবু ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এক দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমেছে। 

শুক্রবার রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর কাঁচাবাজার ও মালিবাগ বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

রাজধানীর কাওরান বাজারে নিত্যপণ্য কিনতে আসা মো. আলাউদ্দিন বলেন, আগে ভ্যান গাড়িতে ২০ পিস লেবু ব্যাগে বেঁধে ১৫ টাকায় ডেকে ডেকে বিক্রি করত। এখন সেই লেবুই প্রতি হালি ৮০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। যদিও গত সপ্তাহেও ৪০ টাকা দিয়ে কেনা গেছে। আসলে বিক্রেতারা রোজার মাসকে প্রতারণার সময় হিসাবে নির্ধারণ করেছেন। তা না হলে সরবরাহ ঠিক থাকার পরও দাম এভাবে বাড়তে পারে না।

মালিবাগ কাঁচাবাজারে পণ্য কিনতে আসা হামিদুল বলেন, বছরের পুরোটা সময় ধরে বেগুনের চাহিদা থাকে। রোজায় ভাজাপোড়া তৈরি করতে কদর একটিু বেড়ে যায়। তাই বিক্রেতারা এ পণ্যটির দাম বাড়িয়ে দেন। এবারও সেটাই করেছেন। প্রতি কেজি লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা। আর গোল বেগুন ৮০ টাকা; যা ৭ দিন আগেও ৫০-৬০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি শসা কিনতে লাগছে ৮০ টাকা; যা গত সপ্তাহে ৬০ টাকা দিয়ে কেনা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: