odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

সিরাজদিখানের ঐতিহ্যবাহী কাউয়ামোড়া  অষ্টমী স্নানোৎসবে স্নানঘাট না থাকায় পুণ্যার্থীদের ভোগান্তি।

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৩০ March ২০২৩ ০৬:২৩

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৩০ March ২০২৩ ০৬:২৩

কৌশিক মন্ডল আকাশ:

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী কাউয়ামোড়া  মহা শ্মশান সংলগ্ন ইছামতীর শাখা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান অষ্টমী স্নান উৎসব পালিত হয়েছে আসছে, অষ্টমী স্নানে এখানে হাজারো পুণ্যার্থীর  সমাগম হলেও পুণ্যার্থীদের জন্য নেই কোনো স্নানঘাট  পূণ্যার্থীদের হামাগুড়ি দিয়ে নামতে হয় খালে  তা ছাড়া খালের নাব্যতা কম  থাকায় কচুরিপানায় ভরে গেছে খাল  অপরিষ্কার খালে স্নান করতে গিয়ে পূণ্যার্থীদের মধ্যে অনেকেই  হাত পা কেটে আহত হয়েছেন।

কাউয়ামোড়া  অষ্টমী স্নানে  স্নান করতে আসা এক পুণ্যার্থী বলেন আমার ছেলে স্নান করতে গিয়ে পা কেটে ফেলেছে এমন অনেক ভক্তের হাত পা কেটে গিয়েছে কচুরিপানায় ভরে আছে  পুরো খাল এতে প্রচুর শরীর চুলকাচ্ছে খালে জল কম থাকায় জল ঘোলা হয়ে গেছে ।

সিরাজদিখান উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন রাজবংশী বলেন এটি খুব দুঃখজনক ঘটনা শত শত বছর ধরে এই ঐতিহ্যবাহী কাউয়ামোড়া  শ্মশানঘাট সংলগ্ন খালে অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়ে আসছে স্নানোৎসবে হাজারো ভক্তের সমাগম হয় কিন্তু ভক্তদের জন্য নেই কোনো স্নানঘাট এতে করে ভক্তদের হামাগুড়ি দিয়ে নামতে হয় বেশি কষ্ট হয় বয়স্কদের  খাল অপরিষ্কার থাকায় অনেকেই স্নান করতে গিয়ে হাত-পা কেটে আহত হয়েছেন এই ঐতিহ্যবাহী কাউয়ামোড়া  মহা শ্মশান ঘাটে একটি স্নানঘাটের খুবই প্রয়োজন আমি স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ  করছি।

 



আপনার মূল্যবান মতামত দিন: