odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

কুকুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু'র বহিষ্কারাদেশ প্রত্যাহার

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৩ April ২০২৩ ০৫:১৩

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৩ April ২০২৩ ০৫:১৩

এমএ কাইয়ুম মাইজভান্ডারী:

মুন্সিগঞ্জের শ্রীনগরে ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু'র বহিস্কারদেশ প্রত্যাহার করেছেন বাংলাদেশ আওয়ামী।

গত ২৫ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, জাতীয় নির্বাচন ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার অভিযোগে ইতিপূর্বে তাকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল।

সংগঠনবিরোধী কার্মকান্ডের অভিযোগ স্বীকার করে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত হবেন না মর্মে লিখিত আবেদনে অঙ্গীকার ব্যক্ত করেছেন। এমতাবস্থায় গত ১৭ই ডিসেম্বর গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটি সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪২(২) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনা করার লিখিত আবেদন পর্যালোচনা এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি কর্মকান্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে তাকে ক্ষমা প্রদর্শন করেন।



আপনার মূল্যবান মতামত দিন: